• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নবজাতককে বাঁচিয়েই প্রাণ দিলেন চিকিৎসক

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি ২০১৯, ০৬:১৮
নবজাতকের জন্ম
(ছবি : প্রতীকী)

ভারতের পশ্চিমবঙ্গের পতন্দা প্রাইমারি হেলথ কেয়ার হাসপাতালে সোনালি মাজি নামের এক নারী নবজাতকের জন্ম দিয়েছেন। তবে গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) সেই শিশু জন্মের পরপরই মারা যান চিকিৎসক নিজেই।

চিকিৎসকের এ আকস্মিক মৃত্যুতে ইতোমধ্যে গোটা রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, হেলথ কেয়ার সেন্টারটিতে সোনালি মাজি নামে সেই নারীর প্রসবকাজের তত্তাবধানে ছিলেন চিকিৎসক বিভাস খুটিয়া। প্রসবকাজ শেষে চিকিৎসক খেয়াল করেন, জন্মের পর থেকেই নবজাতকের দেহ নিথর হয়ে পড়ে আছে। এতে ভীষণ উদ্বিগ্ন হয়ে ওঠেন ডাক্তার বিভাসসহ উপস্থিত নার্সরাও।

তিনি কৃত্রিম উপায়ে ‘ওয়ার্মারের’ মাধ্যমে নবজাতকের দেহে প্রাণ চাঞ্চল্য সৃষ্টির চেষ্টা করেন। এর কিছুক্ষণের মধ্যেই শিশুটি নড়াচড়া শুরু করে। তবে এর মাত্র কয়েক সেকেন্ড পরেই চিকিৎসক বিভাস খুটিয়া আচমকা মেঝেতে টলে পড়েন।

তখন সদ্য প্রাণ পাওয়া নবজাতককে রেখে চিকিৎসককে নিয়ে তৎপর হয়ে ওঠেন নার্সরা। তাৎক্ষণিকভাবে তাকে পাশ্ববর্তী হাসপাতালেও পাঠানো হয়। তবে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মূলত হার্ট অ্যাটাকের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানান ডাক্তাররা।

হাসপাতালের এক নার্স বলেন, ‘স্যার নিজেকে হেলথ সেন্টারটির সঙ্গে বন্ধণে আবদ্ধ করেছিলেন। যেকোনো প্রয়োজনে ২৪ ঘন্টা প্রস্তুত থাকতেন তিনি।’

উল্লেখ্য, প্রায় দেড় দশকেরও বেশি সময় যাবত তিনি পতন্দা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সেই চিকিৎসা কেন্দ্রে সন্তান সম্ভবা নারীদের উত্তম চিকিৎসা সেবা দিতে তিনি নিজেই প্রসুতি বিভাগটি পুরোপুরি সাজিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড