• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম সিনেটর

  অধিকার ডেস্ক    ১৫ জানুয়ারি ২০১৯, ১৬:০৫

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সিনেটর
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রাহমান। (ছবি : ফক্স-১৮)

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য জর্জিয়ার সিনেটর হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রাহমান। সোমবার (১৪ জানুয়ারি) তিনি এ পদে শপথ গ্রহণ করেন। কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম ফক্স-১৮।

প্রতিবেদনে বলা হয়, জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে তিনিই প্রথম কোনো মুসলিম সিনেটর। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের যেকোনো অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

সোমবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় সকালে বাইবেল নিয়ে অন্য সব সিনেটরদের সঙ্গে শপথ গ্রহণ করেন শেখ রাহমান। পরবর্তী সময়ে নিজ ধর্ম বিশ্বাস অনুযায়ী পবিত্র কুরআন মাজিদ নিয়েও শপথ নেন জর্জিয়ার প্রথম এই মুসলিম সিনেটর।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে কাজের উদ্দেশে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে দীর্ঘদিন দেশটির একটি রেস্টুরেন্টে ডিশ ওয়াশারের কাজ করেছেন শেখ রাহমান। একইসঙ্গে তিনি অন্যান্য সব পরিশ্রমের কাজও করেছিলেন এ বাংলাদেশি। পরবর্তী সময়ে তিনি ইউনিভার্সিটি অব জর্জিয়া থেকে ডিগ্রি অর্জন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড