• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্যারিসে গ্যাস সংযোগ বিস্ফোরণে প্রাণ গেল ৪ জনের

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ জানুয়ারি ২০১৯, ১১:৩৩
প্যারিসে বিস্ফোরণ
প্যারিসে গ্যাস সংযোগ বিস্ফোরণ। (ছবি : সম্পাদিত)

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে একটি বেকারির গ্যাস সংযোগে বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে অর্ধশতাধিক লোক। উদ্ধার কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টায় ‘হুবার্ট’ নামের সেই বেকারিটির প্রতিদিনকার কার্যক্রম শুরুর আগেই এ বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় বেকারির সামনে অবস্থানরত বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া উড়ে গেছে আশপাশের ভবনের জানালার সব কাঁচ।

এ দিকে বিস্ফোরণের শব্দে ঘুম থেকে উঠে সড়কে পালিয়ে আসা এক যুবক বলেন, ‘শুধু আমি নই, ভবনের সব বাসিন্দাই সড়কে নেমে এসেছেন। এতে পাশের একটি থিয়েটারও বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

উল্লেখ্য, চলমান ইয়েলো ভেস্ট আন্দোলনের মধ্যে এমন বিস্ফোরণের ঘটনায় এলাকাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও এ দিনও প্যারিস জুড়ে আন্দোলনকারীদের প্রতিরোধে প্রায় ৮০ হাজারের বেশি পুলিশ সদস্যকে শহরের সর্বত্র মোতায়েন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড