• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুদানে সরকার বিরোধী বিক্ষোভে ২৪ জনের প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ জানুয়ারি ২০১৯, ১০:১৬
সুদানে বিক্ষোভ
রুটির দাম বৃদ্ধির প্রতিবাদে সুদানে সরকার বিরোধী বিক্ষোভ। (ছবি : সম্পাদিত)

সুদানে রুটির দাম বৃদ্ধির প্রতিবাদে সৃষ্ট সরকার বিরোধী বিক্ষোভে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ বিক্ষোভকারী। শনিবার (১২ জানুয়ারি) সরকারি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দেওয়া তথ্যের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, গত ১৯ ডিসেম্বর দেশটিতে রুটির দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু করেন সুদানের হাজার হাজার নাগরিক। মূলত এর পরেই দেশটিতে পুলিশ সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়

এ দিকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধান আমের ইব্রাহিম বলছেন, ‘গেল মাসে শুরু হওয়া এ আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে।’

অপরদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়, এবারের বিক্ষোভে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, এ ঘটনায় প্রায় ৪০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর সুদানের সরকার দেশটিতে রুটির দাম ২ সেন্ট থেকে বৃদ্ধি করে ৬ সেন্ট করেছে। মূলত এর পর থেকেই দেশটিতে রুটির দাম কমানোর জন্য বিক্ষোভের শুরু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড