• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন ১০ লাখ অভিবাসী নেবে কানাডা

  অধিকার ডেস্ক    ১৩ জানুয়ারি ২০১৯, ০০:৪৯

কানাডা
কানাডা

আগামী তিন বছরে ১০ লাখেরও বেশি নতুন অভিবাসীকে নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডার পার্লামেন্ট। ১০ লাখ অভিবাসীকে স্থায়ী বাসিন্দা হিসেবে নেওয়ার হবে। এটি প্রতিবছর দেশের মোট জনসংখ্যার ১ শতাংশ প্রায়। সিএনএন গণমাধ্যমে এ তথ্য জানা যায়।

যাঁরা নতুন অভিবাসী হিসেবে কানাডায় যাবেন তাঁদের আগাম ধন্যবাদ জানিয়েছেন কানাডার অভিবাসন শরণার্থী ও নাগরিকত্ব (আইআরসিসি) বিষয়ক মন্ত্রী আহমেদ হোসেন। মন্ত্রী নিজেও সোমালিয়া থেকে যাওয়া অভিবাসী।

কানাডা ২০১৭ সালে ২ লাখ ৮৬ হাজারের বেশি অভিবাসীকে স্বাগত জানিয়েছে। ধারণা করা হচ্ছে, এ বছর এই সংখ্যা ৩ লাখ ৫০ হাজার হতে পারে। ২০২০ সালে সংখ্যাটা হবে ৩ লাখ ৬০ হাজার এবং পরের বছর এটা হবে ৩ লাখ ৭০ হাজার।

যুক্তরাষ্ট্র যেখানে দিন দিন অভিবাসন নীতি কঠোর করছে, সেখানে উদার অভিবাসন নীতির জন্য জনপ্রিয়তা অর্জন করছে কানাডা। এ কারণে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিকেরা কানাডামুখী হচ্ছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড