• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রিসের ১২ বিশ্ববিদ্যালয়ে বিষমিশ্রিত খাম পাঠাল ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

১২ জানুয়ারি ২০১৯, ১৮:৫৯
বিষমিশ্রিত খাম
(ছবি : প্রতীকী)

ভারত থেকে গ্রিসের মোট ১২টি বিশ্ববিদ্যালয়ে ‘বিষ’ মিশ্রিত খামে করে চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রিস পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়গুলোর রেক্টরদের ঠিকানায় চিঠিগুলো পাঠানো হয়। দেশটির মিডিয়ায় দেওয়া তথ্যের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮।

এ দিকে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘বেশ কয়েকটি চিঠির ওপর ইংরেজিতে 'ইসলাম সম্পর্কিত' কিছু বিষয় লিখা ছিল। এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রিসের সন্ত্রাসদমন শাখা এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।’

অপরদিকে ‘দ্য জেনারেল সেক্রেটারিয়েট ফর সিভিল প্রোটেকশন' নামের দেশটির এক সংস্থার দাবি, খামগুলোর ওপর যে পদার্থ রয়েছে তা মূলত আঠা বা ছাপার কালি তৈরিতে ব্যবহার করা হয়। বুধবার (৯ জানুয়ারি) থেকে চিঠিগুলো বিশ্ববিদ্যালয় রেক্টরদের ঠিকানায় আসতে শুরু করে।

উল্লেখ্য, লেসবস দ্বীপের এজিয়ন বিশ্ববিদ্যালয়ে পাঠানো চিঠির খামে লেগে থাকা ‘গুঁড়ো পদার্থ’ স্পর্শ করে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন কর্মী। তাকে উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড