• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে ফের বাড়ল জ্বালানি তেলের মূল্য

  আন্তর্জাতিক ডেস্ক

১২ জানুয়ারি ২০১৯, ১৭:৩৩
ভারতে তেলের মূল্য
(ছবি : প্রতীকী)

আন্তর্জাতিক বাজারে কমলেও ভারতে আবারও বৃদ্ধি পেল জ্বালানি তেলের মূল্য। যেখানে পেট্রলের দাম বেড়েছে লিটার প্রতি ১৯ পয়সা এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ২৯ পয়সা প্রতি লিটার। ভারতের জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (১০ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমেছে প্রায় ২ শতাংশ। তবে আন্তর্জাতিক বাজারে কমলেও শনিবার ভারতে ফের বৃদ্ধি পায় পেট্রল-ডিজেলের দাম।

এতে দিল্লির বাজারে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি ৬৯ টাকা ২৬ পয়সা এবং ডিজেলের দাম বেড়ে প্রতি লিটার ৬৩ টাকা ১০ পয়সায় বিক্রি হচ্ছে। তাছাড়া মুম্বাইতে পেট্রলের দাম হয়েছে ৭৫ টাকা প্রতি লিটার এবং ডিজেল হয়েছে লিটার প্রতি ৬৬ টাকা। একইসঙ্গে কলকাতার বাজারে এ দিন পেট্রলের দাম বেড়ে দাঁড়ায় ৭১ টাকা ৩৯ পয়সা, যেখানে ডিজেলের মূল্য নির্ধারণ হয় লিটার প্রতি ৬৪ টাকা ৮৭ পয়সা।

উল্লেখ্য, ভারতে বেশ কিছুদিন যাবত তেলের মূল্য কম ছিল। তবে ২০ দিন কম থাকার পর গেল সপ্তাহের শুরুতে দেশটির বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ফের বাড়তে শুরু করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড