• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অটোয়াতে বাস দুর্ঘটনা : নিহত ৩, আহত ২৩

  অধিকার ডেস্ক    ১২ জানুয়ারি ২০১৯, ১২:১২

দোতলা বাসটি যাত্রী ছাউনিতে উঠিয়ে দেয়। ছবি : সংগৃহীত

কানাডার রাজধানী অটোয়ার ব্যস্ততম এক সড়কের যাত্রী ছাউনিতে দোতলা বাস উঠিয়ে দিলে কমপক্ষে ৩ জন নিহত ও ২৩ জন আহত হয়। শুক্রবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় ৪ টার কিছুক্ষণ পূর্বের ব্যস্ততম মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে বলে নগর কর্তৃপক্ষ জানায়। 'রয়টার্স'

অটোয়ার পশ্চিমাঞ্চলীয় শহরের শেষপ্রান্তের একটি ব্যস্ততম শহরে দোতলা বাসটি হঠাৎ করে যাত্রী ছাউনিতে উঠিয়ে দেয়, ছাউনিতে ধাক্কার ফলে বাসটির দোতলার ডানপার্শ্বের অংশ ছিঁড়ে যায়। শুক্রবার অটোয়ার মেয়র জিম ওয়াটসন এক সংবাদ সম্মেলনে বলেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে, এই দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে, যার মধ্যে দুজন বাসের যাত্রী এবং একজন প্লাটফর্মে ছিলেন।'

ওয়াটসন এই দুর্ঘটনায় ২৩ জন আহত হবার কথা নিশ্চিত করেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, তাদেরকে অটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অটোয়া হাসপাতাল কর্তৃপক্ষ তাদের টুইটারে ৯ জনের অবস্থা গুরুতর জানিয়ে একটি পোস্ট করে।

অটোয়া পুলিশ প্রধান চার্লস বোর্ডেলিউ ঘটনাস্থল থেকে বাস চালককে প্রশ্নের জন্যে আটকের কথা নিশ্চিত করেছেন। তবে, এর থেকে বিস্তারিত তথ্য দিতে তিনি অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, 'দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত চলমান রয়েছে।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড