• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানে সোনার খনিতে চাপা পড়ে নিহত ৩০

  অধিকার ডেস্ক    ০৭ জানুয়ারি ২০১৯, ১৮:২০

আফগানিস্তান
ছবি : সংগৃহীত

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের একটি সোনার খনি ধসে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আফগানিস্তানের বাদাখাশান রাজ্যের কোহিস্তান জেলায় এ দুর্ঘটনা ঘটে। জেলা সরকার মোহাম্মাদ রুস্তম রাঘি বার্তা সংস্থা 'এএফপি'কে জানায়, রবিবারের (৬ জানুয়ারি) এই দুর্ঘটনায় আরও ৭ জন আহত হয়েছে। 'আল-জাজিরা'

যুদ্ধবিধ্বস্ত দেশটির এই সোনার খনিতে নদীতে গ্রামবাসীরা স্বর্ণের সন্ধানে ৬০ মিটার (২০০ ফুট) গর্ত খনন করে। খনিটি ধসের সময় তারা সেই গর্তের মধ্যেই অবস্থান করছিলেন। ঠিক কী কারণে খাদটি ধসে পড়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে খননকারীরা অপেশাদার ছিল বলে জানায় প্রাদেশিক সরকারের মুখপাত্র নিক মোহাম্মদ নাজারি।

তিনি বলেন, 'গ্রামবাসীরা বহুদশক ধরেই এই ব্যবসায় জড়িত যাদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ঘটনাস্থলে আমরা একটা উদ্ধারকর্মী দল পাঠিয়েছি যদিও সেখান থেকে গ্রামবাসীরা আগেই মৃতদেহ উদ্ধার করা শুরু করেছিল।'

তাজিকিস্তান, চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় পাহাড়ি আফগান এলাকার একেবারে প্রত্যন্ত একটি অঞ্চল বাদাখাশান। দরিদ্র অঞ্চলটি ভূমিধসের প্রবণতা রয়েছে বিশেষত ঠান্ডা মাসগুলোতে যখন ভারী তুষারপাত প্রদেশটিকে ঢেকে ফেলে।

সম্পদভিত্তিক আফগানিস্তানে অবৈধ খনন একটি সাধারণ ঘটনা, তালিবানরা তাদের রাজস্ব সেক্টরের জন্য এর ওপরই নির্ভর করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড