• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদের অদেখা অংশে চীনা নভোযানের অবতরণ!

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ জানুয়ারি ২০১৯, ০৬:১৬
চাঁদের অদেখা অংশ
চাঁদের অদেখা অংশে চীনের নভোযান। (ছবি : সম্পাদিত)

এবার চাঁদের অনাবিষ্কৃত এবং অদেখা অংশকে দেখানোর জন্য সেখানে অবতরণ করেছে চীনের একটি রোবটিক নভোযান। চীনা কর্তৃপক্ষের দাবি, প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল। কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়, গ্রিনিচ মান সময় ২ টা ২৬ মিনিটে মানব শূন্য সেই নভোযানটি চ্যাঞ্জ-৪ চাঁদের দক্ষিণ মেরুর অ্যাটকেন বেসিন অংশে অবতরণ করে।

চীনের এ নভোযান চাঁদের সেই অঞ্চলের ভূতাত্ত্বিক অবস্থা চিহ্নিত করতে পারবে এমন সব যন্ত্রপাতি বহন করছে। একইসঙ্গে এটি সেখানকার জীববিদ্যা সংক্রান্ত পরীক্ষাও চালাতে সক্ষম হবে।

উল্লেখ্য, এর আগের সব অভিযানগুলো চাঁদের পৃথিবীমুখী অংশে চালানো হয়েছে। এবারই প্রথম কোনো নভোযান চাঁদের অনাবিষ্কৃত এবং সম্পূর্ণ অদেখা অংশে অবতরণ করতে সক্ষম হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড