• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুরস্ক সফরে ট্রাম্পকে এরদোয়ানের আমন্ত্রণ

  অধিকার ডেস্ক    ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:০৬

ছবি : হারিয়েত ডেইলি নিউজ

আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। সোমবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলি বলেন, যদিও এখনো কিছুই পরিকল্পনা করা হয়নি। তবে প্রেসিডেন্ট ভবিষ্যতে সম্ভাব্য বৈঠকের জন্য রাজি।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট আচমকা সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ঘোষণা করেন। তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড ও তুরস্কের ভিন্নমতালম্বী ধর্মীয় নেতা গুলেনকে আঙ্কারায় আনার দাবি উভয় দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়। উভয়দেশ পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্যও।

রবিবার (২৩ ডিসেম্বর) তারা আলোচনায় একমত হয়েছেন বলে তুরস্কের প্রেসিডেন্ট জানান। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর যে শূন্যতা সৃষ্টি হবে তা তুরস্ক পূরণ করবে। ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিলে সেটাকে স্বাগত জানান এরদোয়ান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড