• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিলাউয়া আগ্নেয়গিরি বিস্ফোরণ

হাওয়াইয়ে মার্শালের আকাশে ছাইমেঘ

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে ২০১৮, ১০:৫৪

হাওয়াইয়ে মার্শাল দ্বীপে কিলাউয়া আগ্নেয়গিরিতে নতুন করে অগ্ন্যুৎপাত ঘটেছে। এতে ছাইমেঘে গোটা দ্বীপের আকাশ ঢেকে গেছে। ছাইমেঘগুলো পশ্চিম দিকে যেতে পারে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, এই ছাইমেঘ সমগ্র মাইক্রোনেশিয়ায় ছড়িয়ে পড়তে পারে।

ছাইমেঘে মার্শাল দ্বীপের বাসিন্দাদের সতর্ক করে শ্বাসকষ্টজনিত রোগিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। একইসাথে বিমান ও জাহাজ কোম্পানিগুলোকে সতর্ক করে দেয়া হয়েছে আবহাওয়াবিদদের পক্ষ থেকে।

হাওয়াই দ্বীপের সবচাইতে শক্তিশালী আগ্নেয়গিরি হল এই কিলাউয়া। ১৯৮৩ সাল থেকে এর পূর্ব অংশ থেকে সারাক্ষণই লাভা বের হয়। চলতি বছরের মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের সক্রিয় আগ্নেয়গিরি কিলাওয়েয়া হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে। বিস্ফোরণে জ্বালামুখ থেকে উদগীরন হতে থাকে টগবগ করে ফুটতে থাকা লাভা, ছাই, ধোয়ার কুণ্ডলী আর গ্যাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড