• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

৭২ হাজার সিরীয় শরণার্থীকে নাগরিকত্ব দিচ্ছে তুরস্ক

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ ডিসেম্বর ২০১৮, ১২:৫১
সিরীয় শরণার্থী
তুরস্কে বসবাসরত সিরীয় শরণার্থী। (ছবিসূত্র : দ্য গার্ডিয়ান)

সিরিয়া থেকে বিভিন্ন সময় আগত মোট ৭২ হাজারের বেশি শরণার্থীকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু এ তথ্য নিশ্চিত করেছেন। পার্লামেন্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি সংবাদমাধ্যম দ্য হুরিয়াত।

পার্লামেন্টে দেওয়া ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু বলেন, ‘এখন প্রায় ৩৬ হাজার প্রাপ্তবয়স্ক এবং ৩৬ হাজার শিশুর নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।’

তিনি আরও বলেন, ‘তাছাড়া এ দেশে প্রায় তিন লাখ ৮০ হাজারের বেশি সিরীয় শিশু জন্ম নিয়েছে। তাদেরও এই একইভাবে বিভিন্ন সময় নাগরিকত্ব প্রদান করা হবে। ভ্রাতৃত্বের প্রতি আমাদের এ সিদ্ধান্ত অনেক বড় একটি বিনিয়োগ।’

উল্লেখ্য, এর আগেও প্রায় ২৮ হাজারের বেশি সিরীয় নাগরিক গত ২৪ জুন তুরস্কে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন। তাছাড়া আগামী ২০১৯ সালের নির্বাচনেও এই একইভাবে ভোট দেওয়ার সুযোগ পাবেন আরও প্রায় ৩৬ হাজারের বেশি নাগরিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড