• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্পেনে পশু হত্যার বিরুদ্ধে সমাজকর্মীদের অভিনব প্রতিবাদ

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ ডিসেম্বর ২০১৮, ১৪:১৯
স্পেনে পশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ
স্পেনে পশু হত্যার বিরুদ্ধে সড়কে নগ্ন হয়ে প্রতিবাদ করছে একদল পশুপ্রেমী। (ছবিসূত্র : স্পুনিক ইন্টারন্যাশনাল)

পশুপাখিদের চামড়া ও লোম ব্যবহারের মাধ্যমে জামাকাপড় তৈরি করে করছে বিভিন্ন পোশাক তৈরি প্রতিষ্ঠান। আর এতে করে অনেক পশুপাখিকে নির্মমভাবে হত্যাসহ চালানো হচ্ছে নৃশংসতা।

মূলত এর বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ স্পেনের রাজপথে নামে একদল পশুপ্রেমী সমাজকর্মী। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৭ ডিসেম্বর) দেশটির রাজধানী মাদ্রিদে পশুদের সঙ্গে নৃশংসতার বিরুদ্ধে এক জোরালো আন্দোলনে নামেন ‘অ্যানিম্যাল ন্যাচরালিস’ সংস্থার কর্মীরা। তবে তারা এ প্রতিবাদের জন্য বেঁছে নিয়েছেন এক অভিনব কৌশল।

গায়ে নকল রক্ত মাখিয়ে নগ্ন হয়ে সড়কে শুয়ে পড়েন তারা। মূলত এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। ভিডিওতে দেখা যায়, পশুদের মৃতদেহের স্তূপের মত করে সড়কে একে অপরের উপর রক্তাক্ত অবস্থায় নগ্ন হয়ে পড়ে রয়েছেন একদল মানুষ।

আর তাদের সামনে এক মহিলার হাতে একটি প্ল্যাকার্ড। সেখানে লেখা আছে, ‘শুধুমাত্র একটি কোটের জন্য আর কত প্রাণ প্রয়োজন?’ মূলত এমন দৃশ্য ইতিমধ্যে নাড়া দিয়েছে বিশ্বব্যাপী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড