• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগান থেকে সৌদি

টিকে থাকার লড়াইয়ে আল কায়দা

  কে এইচ আর রাব্বী

২৭ মে ২০১৮, ১৪:৩১

এক সময়ে বিশ্বের সবচেয়ে আলোচিত-সমালোচিত জিহাদী সংগঠনের নাম 'আল কায়দা।' ১৯৮৮ সালে আন্তর্জাতিক এই সংগঠনটি সোভিয়েত আগ্রাসন প্রতিরোধের লক্ষ্যে আফগানিস্তানে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু অর্থাভাব ও বিশ্বস্ত কর্মীর অভাবে প্রাণশক্তি হারাতে চলেছে আল কায়দা।

সব কিছু মিলে আল কায়দার দিন শেষ বলে মনে করেন জঙ্গি বিশেষজ্ঞ 'আবু মহম্মদ আল-মকদিসি।'

ক্ষয়ে যাওয়া এই সংগঠনটি বর্তমানে নতুন করে জনসম্মুখে আসার জন্য সৌদি আরবের মরুভূমির গহিনে প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করেছে। আর সেই ক্যাম্পে তারা আত্মঘাতী হামলার প্রশিক্ষণ নিচ্ছে বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে সৌদির এক গোয়েন্দা সংস্থা। তবে ইতোমধ্যে তাদের ‘হুইলব্যারো দৌড়’সহ বেশ কিছু প্রশিক্ষণের ভিডিও উদ্ধার করা গেছে বলে দাবি সেই গোয়েন্দা সংস্থাটির।

আল কায়দার বর্তমান পরিস্থিতির উপর ব্রিটিশ সংবাদপত্রের প্রতিবেদনে জানা যায়, ‘বর্তমানে আল কায়দার শক্তি আগের মতন নেই। পশ্চিমা জঙ্গিগোষ্ঠী নামে পরিচিত ইসলামিক স্টেটের (আইএস) প্রতিষ্ঠার পর এই জিহাদী সংগঠনটি তাদের দাপটে আধিপত্য হারিয়ে ফেলেছে।'

২০১১ সালে বিন লাদেনের মৃত্যুর পর সংগঠনটির নতুন দায়িত্বে আসেন ‘আমান আল-জাওয়াহিরি।’ বর্তমানে তিনি একাই এই সংগঠনটি পরিচালনা করছেন।

জঙ্গি বিশেষজ্ঞ মকদিসির মতে, ‘বর্তমানে আল কায়দার কোনও সাংগঠনিক পরিকাঠামো নেই, শুধু আনুগত্যের উপরেই এখনো সেই সংগঠনটি টিকে আছে। সেখানে এখনো এমন কয়েকজন অনুগত মানুষ আছে, যারা বলিষ্ঠ ভাবে আল কায়দাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

এসব বিষয়ে আল কায়দার কয়েক জন সদস্য জানায়, ‘আইএস প্রতিষ্ঠার পর আমরা ক্ষত-বিক্ষত হয়ে পরেছি, কার্যকরী সংগঠন হিসেবে আইএস-এর কোন প্রাসঙ্গিকতাই নেই।’

এ দিকে জর্ডনে আল কায়দার আরেক নেতা জানান, ‘আইএস-এর গত দু’বছরে ইরাক-সিরিয়ায় চালানো সকল কার্যক্রম ইতোমধ্যে আল কায়দার বিগত দিনের সকল ইতিহাসকে পিছনে ফেলে দিয়েছে। সম্প্রতি আইএস যেভাবে এই দুটি দেশের উপরে রকেট হামলা এবং ভয়ানক নৃশংসতা চালিয়েছে তাতে আমরা অবাক।'

প্রসঙ্গত, আল কায়দা ভেঙে আইএস-এর তৈরি হওয়া এবং তাদের নাশকতাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ফলেই আল-কায়দার দেওয়ালে পিঠ ঠেকে গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড