• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় শিশুসহ ২০ বেসামরিকের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৮, ১০:৪২
মার্কিন বিমান হামলা
মার্কিন বিমান হামলার পর বিধ্বস্ত আফগানিস্তান। (ছবি : সম্পাদিত)

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর করা বিমান হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২০ বেসামরিক। এতে গুরুতর আহত হয়েছেন আরও অসংখ্য লোক। কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় প্রদেশটিতে মার্কিন বাহিনীর করা এ হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে ১২ জনই শিশু। তবে ন্যাটোর পক্ষ থেকে এতো সংখ্যক বেসামরিক হত্যার বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়।

এদিকে ন্যাটোর এক মুখপাত্রের দাবি, এ হামলায় মাত্র ৩ জন বেসামরিক প্রাণ হারিয়েছেন।

অপরদিকে প্রাদেশিক পরিষদের সদস্য আবদুল লতিফ ফাজলি জানান, এতে নিহতদের মধ্যে আট জন নারী ও ১২টি শিশু রয়েছে। হামলায় নিহতদের পাশাপাশি আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, তালেবান কমান্ডার শরীফ মাবিয়াকে লক্ষ্য করে প্রদেশটিতে এ অভিযানটি পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড