• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পর্তুগালে হেলিকপ্টার বিধ্বস্তে পাইলটসহ ৪ জনের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৮, ১০:১০
পর্তুগালে হেলিকপ্টার বিধ্বস্ত
(ছবি : প্রতীকী)

পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোর পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে একটি উদ্ধারকারী হেলিকপ্টার। ধারণা করা হচ্ছে, এতে আরোহণ করা চারজনই প্রাণ হারিয়েছেন। রবিবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটেন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পোর্তোর পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দুইজন চালক ও একজন নার্সসহ আরও একজন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। ধ্বংসাবশেষের সন্ধানে উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে।

আইএনইএমে’র সেই উদ্ধারকারী হেলিকপ্টারটি শনিবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার কিছু পরে নিখোঁজ হয়। ৭৬ বছর বয়সী এক হৃদরোগে আক্রান্ত ব্যক্তিতে চিকিৎসার জন্য হাসপাতালে নামিয়ে দিয়ে ফেরার পথে পোর্তোর পাহাড়ি অঞ্চল দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় হেলিকপ্টারটি।

ভালনাগোর উদ্ধারকারী দলের এক মুখপাত্র জানান, উদ্ধার কাজ শেষ করে ব্রাগাঙ্কায় ঘাঁটিতে ফিরে যাচ্ছিলো সেই হেলিকপ্টারটি। বিমানটির খোঁজে ইতোমধ্যে প্রায় ২ শতাধিক উদ্ধারকারী মাঠে নেমেছেন। মূলত বৈরী আবহাওয়ার কারণে সেটি ভূপাতিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড