• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

২০১৮ সালে গুগল সার্চে শীর্ষ পাঁচ

  অধিকার ডেস্ক    ১৪ ডিসেম্বর ২০১৮, ১৪:২৮

গুগল
২০১৮ সালে গুগল সার্চে যে বিষয়গুলো খোঁজা হয়েছে সবচেয়ে বেশি

উত্তরাধুনকতার এই বিশ্বে তথ্যপ্রযুক্তির যুগে বর্তমান সময়ের সর্বোচ্চ পরিচিত শব্দ হলো গুগল। সারা বিশ্ব যেখানে এক নামের মাঝে খুঁজে নেয় অজানা সব তথ্য, সে সার্চ ইঞ্জিনের শুরুটাই ছিল একটা ভুলের মাধ্যমে!

শুরুতে গুগলের নাম হওয়ার কথা ছিল গুগোল (Googol)। এটি একটি গাণিতিক পরিভাষা। অর্থাৎ এক (১) সংখ্যা লিখে তার পরে ১০০টি শূন্য বসালে যে বৃহৎ সংখ্যাটি পাওয়া যায় সেটিই হলো গুগোল।

বিংশ শতকের শেষদিকে স্ট্যানফোর্ডের দুই স্নাতক শিক্ষার্থি ল্যারি পেজ ও সার্জেই ব্রিন একটি অনুসন্ধানী যন্ত্র বা সার্চ ইঞ্জিন আবিস্কারের তাড়না থেকেই বানিয়ে ফেলেন 'ব্যাকরাব' নামের একটা ব্রাউজার যা ব্যাকলিস্ট থেকে সার্চ করত। এই নামটি তৎকালীন ব্যর্থতম এক প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম হয়। এরপর থেকেই তারা নাম পরিবর্তনের প্রতি মনোনিবেশ করে, তাদের এক জুনিয়র শন একটি নামের প্রস্তাব দেয় তাদের কাছে।

'গুগোলপ্লেক্স' একটি গাণিতিক টার্ম, ১০^১০০ বুঝানোর খাতিরে গানিতিকরা 'গুগোল' শব্দটাই ব্যবহার করে থাকেন, শন ভুল করে গুগলের আজকের বানান লিখে ফেলে। পরবর্তীতে এই ভুল শব্দটাই বিশ্বকে তাদের হাতের মুঠোয় নিয়ে আসে। আর এই ভুল করে লিখে ফেলা গুগলই আজকের পুরো বিশ্বের তথ্যভাণ্ডার।

প্রতি বছর বিশ্বের মানুষ কোন বিষয়টি গুগলে সবচেয়ে বেশি সার্চ করে সেটির একটি হিসেব রাখে গুগল। আর সে নিয়মেই এ বছরও তেমন হিসাব করেছে তারা।

২০১৮ সালে বিভিন্ন যে বিষয়ে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে সেদিক থেকে প্রথম পাঁচের তালিকা: সার্চ:

ওয়ার্ল্ড কাপ এভিচি ম্যাক মিলার স্ট্যান লি ব্ল্যাক প্যানথার

খবর:

ওয়ার্ল্ড কাপ হারিকেন ফ্লোরেন্স মেগা মিলিয়ন্স রেজাল্ট রয়্যাল ওয়েডিং ইলেকশন রেজাল্ট

মানুষ:

মেগান মার্কেল ডেমি লোভাটো সিলভেস্টার স্ট্যালোন লোগান পল খলোয়ে কারদেশিয়ান

অভিনেতা:

সিলভেস্টার স্ট্যালোন লোগান পল পিট ডেভিডসন বিল কসবি নোয়াহ সেন্টিনো

অ্যাথলেট:

ট্রিস্টান থম্পসন এলেক্সিস স্যানচেজ লিন্ডসে ভন শন হোয়াইট খাবিব নুরম্যাগোমিদভ

লস:

এভিচি ম্যাক মিলার স্ট্যান লি অ্যান্থনি বোর্ডেইন এক্সএক্সএক্স টেনটাসিওন

সিনেমা:

ব্ল্যাক প্যানথার ডেডপুল ২ ভেনোম এভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার বোহেমিয়ান র‍্যাপসোডি

মিউজিশিয়ান এন্ড ব্যান্ড:

ডেমি লোভাটো কার্ডি বি ড্যানিয়েল কুবলবক ট্র্যাভিস স্কট রিক রস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড