• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অস্ট্রেলিয়াতে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ওয়েন

  অধিকার ডেস্ক    ১৪ ডিসেম্বর ২০১৮, ১৪:১৩

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ সতর্কতা জারি করে জানিয়েছে, দেশটির কুইন্সল্যান্ড উপকূলের দিকে ধেঁয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ওয়েন, ঘূর্ণিঝড়টি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। আবহাওয়াবিদরা বলেন, ওয়েন উত্তরাঞ্চলীয় উপকূল দিয়ে ২০০ কিলোমিটার বা ১২৪ মাইল/ঘণ্টাবেগে ধীর গতিতে এগিয়ে আসছে। 'বিবিস নিউজ'

অস্ট্রেলিয়ার স্থানীয় সময় শনিবার ঘূর্ণিঝড়টি চার মাত্রার ক্যাটাগরি ধারণ করে আঘাত হানার আগে ভূমিধস আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

কুইন্সল্যান্ডের পূর্বাঞ্চলীয় উপকূল থেকে ধেঁয়ে আসবে ঘূর্ণিঝড়টি। এটি কয়েকশ কিলোমিটার জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে বলে সতর্ক করা হয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দিনগুলোতে ৪শ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আকস্মিক বন্যা এবং ঝড় আঘাত হানতে পারে বলেও সতর্ক করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদে রাখতে এবং বাড়ির ভেতরে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড