• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

টালমাটাল মালি : সশস্ত্র বন্দুকধারীর গুলিতে নিহত ৪৭

  অধিকার ডেস্ক    ১৩ ডিসেম্বর ২০১৮, ২০:৫৯

ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র মটর সাইকেল আরোহীর গুলিতে কমপক্ষে ৪৭ জনের প্রাণহানি ঘটেছে বলে ভিন্ন ভিন্ন সূত্রে জানানো হয়। চলতি সপ্তাহে নাইজারের সঙ্গে মালির উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা তুয়ারেগে বন্দুকধারীর গুলিতে কয়েক ডজন বেসামরিক নিহত হয়েছে বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ ও আত্ম-নিরপেক্ষ দল বার্তা সংস্থা 'এএফপি'কে নিশ্চিত করে।

বুধবারের (১২ ডিসেম্বর) হামলাটি এমন এক স্থানে সংঘটিত হয় যে এলাকাটি চলতি বছর ভয়াবহ জিহাদি সহিংসতার স্বাক্ষী হয়েছে। এই এলাকায় এ বছর সহিংসতার ফলে অন্তত কয়েকশ বেসামরিক প্রাণ হারায় যাদের অধিকাংশ ই তুয়ারেগ অথবা পিউল নৃগোষ্ঠিভুক্ত। 'এএফপি'

শুধু মালির এই মরু অঞ্চলেই নয়, পার্শ্ববর্তী যেমন পশ্চিম ও কেন্দ্রীয় আফ্রিকান দেশগুলোতেও এই সহিংসতা ছড়িয়ে পড়ে। হামলাকারীর পরিচয় জানা যায়নি, কিন্তু যাযাবর তুয়ারেগ ও হার্দার ফুলানি জাতিগোষ্ঠীর মধ্যে বিরোধে চলতি বছর হাজার হাজার বেসামরিক প্রাণ হারায় এবং কয়েক সহস্রাধিক গৃহহীন হয়। 'আল-জাজিরা'

মেনাকা শহরের মেয়র নানৌত কোতিয়া বার্তা সংস্থা 'রয়টার্স'কে বলেন, 'শহর থেকে ২০ কিলোমিটার দূরের এক গ্রামে গত দুদিনে অন্ততপক্ষে ৪৩ জন নিহত হয়। সশস্ত্র বন্দুকধারীরা মটর সাইকেলে করে তিনাবাও এর যাযাবরদের কয়েকটি ক্যাম্পসাইটে হামলা চালায়। তারা সেখানকার জনসংখ্যার ওপর নির্বিচারে গুলি করতে থাকে। ওই এলাকায় নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে।'

ছবি : সংগৃহীত

মালির প্রধান তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী দল, 'আজাদ আন্দোলন সমন্বয়' বলছে যে, তিনাবাও এলাকায় গুলি করে অন্ততপক্ষে ৪৭ তুয়ারেগ বেসামরিককে হত্যা করা হয়। কেউ এই হামলার দায় নেয়নি।

মালির কেন্দ্রীয় অঞ্চলে চলতি মাসের শুরুর দিকে এক সশস্ত্র ব্যক্তি গুলি করে ১৫ ফুলানি বেসামরিককে হত্যা করে।

মালির এই টালমাটাল অবস্থার শুরু হয় সেই ২০১২ সালে তুয়ারেগ বিদ্রোহী এবং স্বাধীন সশস্ত্র যোদ্ধাদের জোট কর্তৃক উত্তরাঞ্চল দখল করলে এবং পরের বছর তাদের ফিরিয়ে আনার জন্য ফরাসি বাহিনী হস্তক্ষেপ করতে প্ররোচিত করলে। তারা তখন থেকে উত্তর এবং কেন্দ্রীয় অঞ্চল দখল করে রেখেছে এবং সেখানে নতুন সদস্যদের নিয়োগের জন্য জাতিগত বিরোধিতাকে ব্যবহার করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড