• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রেক্সিট বিভ্রাট : হুমকির মুখে থেরেসার প্রধানমন্ত্রিত্ব

  অধিকার ডেস্ক    ১২ ডিসেম্বর ২০১৮, ২০:২২

ব্রেক্সিট নিয়ে প্রধানমন্ত্রী হওয়া থেরেসার পরিকল্পনা ভেস্তে যাওয়ার মুখে, আস্থা ভোটে হারলে প্রধানমন্ত্রিত্বে টান পড়তে পারে। ছবি : সংগৃহীত 

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে দলীয় নেতৃত্ব প্রশ্নে আস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন। যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার (১২ ডিসেম্বর) রাতে তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করে পার্লামেন্টে ভোট হবে। নতুন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়ে কনজারভেটিভ পার্টির '১৯২২ কমিটি'তে ন্যূনতম ৪৮টি চিঠি জমা হওয়ার পর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন মে। হেরে গেলে তিনি প্রধানমন্ত্রিত্ব হারাবেন। 'বিবিসি নিউজ'

ইউরোপীয় ইউনিয়ন থেকে ২০১৬ সালে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পক্ষে (ব্রেক্সিট) ব্রিটিশ নাগরিকরা ভোট দেওয়ার পর পরই সে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন থেরেসা মে। তবে নিজস্ব ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে তোপের মুখে রয়েছেন তিনি। এমনকি নিজ দলেও সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে থেরেসাকে।

ছবি : সংগৃহীত

থেরেসার এমন অবস্থায় পার্লামেন্টে তার বিরুদ্ধে আস্থা ভোটে অংশ নেবেন কনজারভেটিভ পার্টির এমপিরা। বুধবার সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটার মধ্যে এ ভোটাভুটি হবে। আস্থা ভোটে থেরেসা মে-এর পক্ষে যদি ভোটের সংখ্যা বেশি থাকে তবে তিনি উতরে যাবেন। অন্তত আরও এক বছরের জন্য তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করা যাবে না।

কনজারভেটিভ নেতৃত্ব প্রশ্নে আবারও প্রতিযোগিতা হবে। তবে মে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেও সবার সমর্থন না পেলে দলীয় প্রধানের পদ থেকে সরে যাওয়া না যাওয়ার বিষয়টি হবে তার ইচ্ছাধীন। চাইলে থাকতে পারবেন, না চাইলে সরেও দাঁড়াতে পারবেন। ব্রিটিশ সংবিধান অনুযায়ী পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আসন কনজারভেটিভ পার্টির দখলে থাকায় এর শীর্ষ নেতাই থাকবেন প্রধানমন্ত্রীর পদে।

ছবি : বিবিসি নিউজ

ব্রিটিশ নাগরিকদের মধ্যে ব্রেক্সিট নিয়ে ভিন্ন মত, এক জরিপে ব্রেক্সিট গণভোট পরবর্তী সময়ে দেশটির জনগণের মনোভাব পাল্টে যাওয়ার আভাস মিলেছে। ব্রেক্সিটবিরোধীদের অনেকে দাবি তুলেছেন আরেকটি গণভোটের। এরইমধ্যে চুক্তি চূড়ান্ত করা নিয়ে মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন দুই দুইজন ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী। অন্য মন্ত্রণালয়েরও কয়েকজন সরে দাঁড়িয়েছেন। এদের মধ্যে সর্বশেষ হচ্ছেন বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় বিষয়ক প্রতিমন্ত্রী।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে হুঁশিয়ার করেছেন, তিনি যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে খসড়া চুক্তি করেছেন তা যদি সংসদ সদস্যরা মেনে নিতে না চান, তাহলে তারা 'নো ডিল ব্রেক্সিটকেই' ডেকে আনবেন। আর যদি 'নো ডিল ব্রেক্সিটও' না চান, তাহলে তারা কার্যত ব্রেক্সিট বাতিলের দিকেই ঠেলে দেবেন যুক্তরাজ্যকে। ব্রেক্সিট বাতিল হয়ে যাওয়াটা মের কাম্য নয়। তিনি স্পষ্ট করে বলেছেন, যে গণভোটের মাধ্যমে ব্রেক্সিটের সিদ্ধান্ত হয়েছিল তাকে সম্মান করা উচিত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড