• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাজিলের গির্জায় বন্দুক হামলা : ৫ জনের প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৮, ১০:০৭
ব্রাজিলে গির্জায় বন্দুক হামলা
ব্রাজিলের ক্যাম্পিনাস শহরের গির্জায় বন্দুক হামলা। (ছবিসূত্র : কোমো নিউজ)

ব্রাজিলের ক্যাম্পিনাস শহরের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে নয়জন। মঙ্গলবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে হওয়া এ হামলার বিষয়টি কর্তৃপক্ষের বরাতে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ।

পুলিশ কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, মেট্রোপলিটন এ শহরটির গির্জায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। আহত বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা সামনে আরও বাড়তে পারে।

od

ব্রাজিলের গির্জায় বন্দুক হামলায় নিহতদের মৃতদেহ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলছে কর্তৃপক্ষ। (ছবিসূত্র : ইউএস নিউজ)

এক টুইট বার্তায় গির্জা কর্তৃপক্ষ জানায়, ‘এ ঘটনায় আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের এ দুঃখের মুহূর্তে সবাইকে হতাহতদের জন্য প্রার্থনা করতে অনুরোধ জানাচ্ছি।’

তারা আরও বলছেন, ‘আমরা এই বন্দুক হামলার উদ্দেশ্য সম্পর্কে আগে থেকে জানতাম না। এ ঘটনায় পুলিশের তদন্ত পরিচালনার সময় গির্জাকে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড