• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফ্রান্সের শপিংমলে বন্দুকের গুলিতে ৪ জন নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৮, ০৯:১৫
ফ্রান্সে বন্দুক হামলা
ফ্রান্সে শপিংমলে বন্দুক হামলা। (ছবিসূত্র : রয়টার্স)

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর স্ট্রসবার্গের একটি শপিংমলে বন্দুকধারীর হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ১২ জন। যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। কর্তৃপক্ষের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় শহরটির বিখ্যাত ক্রিস্টমাস মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারী আহত হলেও পরে সে পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে ধরতে অভিযান এখনও অব্যাহত আছে।

od

ফ্রান্সের শপিংমলে বন্দুক হামলার শিকার হতাহতদের উদ্ধারে ব্যস্ত কর্মীরা। (ছবি : রয়টার্স)

অপরদিকে ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানায়, ঘটনার সময় স্ট্রসবার্গের ব্যস্ত সড়কে নেমে আকস্মিক গুলি ছোঁড়তে থাকে সেই বন্দুকধারী। পরে গুলি করতে করতে বন্দুকধারী পাশের ক্রিস্টমাস মার্কেটের দিকে এগিয়ে যায়। নিরাপত্তা বাহিনী তাকে প্রতিরোধ করলে আহত অবস্থাতেই পালিয়ে যেতে সক্ষম হয় সে বন্দুকধারী।

স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, সেই বন্দুকধারীর পরিচয় ইতোমধ্যে শনাক্ত করতে সক্ষম হয়েছেন তারা। এই ব্যক্তির তথ্য আগে থেকেই তাদের ‘সন্দেহভাজন উগ্রবাদী তালিকা’য় ছিল।

২৯ বছর বয়সী সেই সন্দেহভাজন উগ্রবাদীকে মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালেই গ্রেফতার করার কথা ছিল। তার বিরুদ্ধে আগে থেকেই একটি হত্যা চেষ্টার অভিযোগ আছে।

od

ফ্রান্সের শপিংমলে বন্দুক হামলার শিকার হতাহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। (ছবি : রয়টার্স)

এর আগে ২০১৫ সালের ১৩ নভেম্বর সন্ত্রাসীদের একটি দল প্যারিসের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত ১৩০ জনকে হত্যা করেছিল। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সে বছর তারা জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়াসহ বিভিন্ন কায়দায় আরও একাধিক হামলা কমপক্ষে ২৪৬ বেসামরিককে হত্যা করেছিল।

উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর বিশ্বের অন্যান্য দেশের মতো ফ্রান্সেও ক্রিস্টমাস ডে বা বড়দিন আয়োজনের প্রস্তুতি রয়েছে। মূলত এই আয়োজনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তবে এতো কড়াকড়ির মধ্যেও এ ঘটনা আবারও ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড