• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংকট নিরসনে ফ্রান্সে জরুরি অবস্থা জারি : ম্যাক্রোঁ

  আন্তর্জাতিক ডেস্ক

১১ ডিসেম্বর ২০১৮, ১৬:০৭
ইমানুয়েল ম্যাক্রোঁ
ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। (ছবি : সম্পাদিত)

ফ্রান্সে অর্থনৈতিক সংকট এবং জ্বালানি তেলের ওপর অতিরিক্ত করারোপের প্রতিবাদে করা সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষিতে দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ সংস্থা তাস।

সোমবার (১০ ডিসেম্বর) টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ম্যাক্রোঁ বলেন, ‘প্রথমে আমি দেশের জন্য অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করছি। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে যে কেউ তার কর্মের মাধ্যমে মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবে। সেক্ষেত্রে আমরা ভীষণ মন্থর গতিতে এগিয়ে যাচ্ছি।’

বিক্ষোভ চলাকালে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের সংঘটিত সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ফ্রান্সের এ প্রেসিডেন্ট বলেন, ‘বিক্ষোভ বন্ধ করে আপনারা সবাই শান্ত থাকুন। আমি বিশ্বাস করি, একত্রে খুব শিগগিরি আমরা এ সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে পারব।’

উল্লেখ্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার উচ্চ ব্যয়কে কেন্দ্র করে গত ১৭ নভেম্বর ফ্রান্সের রাজপথে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মূলত এর প্রেক্ষিতে সরকার এমন পদক্ষেপ নিতে বাধ্য হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড