• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিয়ানমারে বৈধ হতে যাচ্ছে ক্যাসিনো

  অধিকার ডেস্ক    ০৬ ডিসেম্বর ২০১৮, ২১:১৩

ছবি : সংগৃহীত

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বে নিন্দিত দেশ মিয়ানমার ক্যাসিনোকে বৈধতা দেওয়ার পরিকল্পনা বিবেচনা করছে। বিশেষ কিছু শর্তে সীমিত পরিসরে দেশটিতে এখনই কিছু ক্যাসিনো পরিচালিত হচ্ছে। তবে আরও বেশি পর্যটক আকর্ষণ ও কর আদায় বাড়াতে ওই আইনে পরিবর্তন আনার কথা ভাবছে দেশটির সরকার।

ক্যাসিনো এমন স্থান যেখানে জুয়া খেলাই থাকে মূল আকর্ষণ, বিশ্বে জুয়া খেলার জন্যে ক্যাসিনোর কদর অনেক। ঠিক এই ধরণের ক্যাসিনো নির্মাণ করতে থাইল্যান্ড সীমান্তবর্তী একটি অঞ্চলে নানা উন্নয়ন কাজ চালাচ্ছে মিয়ানমার। চীনের একটি কোম্পানি ওই উন্নয়ন কাজ করছে।

২০১৯ সালের শুরু থেকে থাইল্যান্ড ও মিয়ানমারকে আলাদা করা মোয়েই নদীর ওপরে দ্বিতীয় সেতু নির্মাণ করা হলে ক্যাসিনোর পাশাপাশি অর্থনৈতিক কর্মকান্ডে গতি আসবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এর মধ্য দিয়ে দেশ দুটিতে যাতায়াতে বিশেষ সুবিধা পাবে পর্যটকেরা।

মিয়ানমারে ক্যাসিনো নির্মাণকারীরা আশা করছেন, ওই সেতু নির্মাণ হলে থাই পর্যটকেরা সীমান্ত অতিক্রম করে এসে তা ব্যবহার করবে। থাইল্যান্ড ও মিয়ানমারে এখনও জুয়া খেলাকে অবৈধ বলে বিবেচেনা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড