• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা গ্রেফতার

  অধিকার ডেস্ক    ০৬ ডিসেম্বর ২০১৮, ১২:০০

মেং ওয়াংঝু
হুয়াওয়ের নির্বাহী কর্মকর্তা মেং ওয়াংঝু

জনপ্রিয় টেক জায়ান্ট কোম্পানি হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়াংঝুকে কানাডা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কানাডার বিচারবিষয়ক মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, কানাডার ভ্যানকুভারে মেং ওয়াংঝুকে গত ১ ডিসেম্বর গ্রেফতার করা হয়। এ দিকে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছে।

কানাডার একটি আদালতে আগামী শুক্রবার তার জামিনের ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

তবে কানাডীয় এই মন্ত্রণালয় নিষেধাজ্ঞার কারণে মেংকে ফিরিয়ে আনার ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে।

এ দিকে হুয়াওয়ে এক বিবৃতিতে বলছে, ‘মেং কোনো ধরনের ভুল কাজ করেছেন কি না সে ব্যাপারে তারা অবগত নন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে সামান্য তথ্য সরবরাহ করা হয়েছে।’

অন্যদিকে, কানাডায় নিযুক্ত চীনা দূতাবাস থেকে মেংকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। হুয়াওয়ের পরিচালনা বোর্ডের উপচেয়ারম্যান এবং কোম্পানির প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের কন্যা হলেন এই মেং।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড