• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবশেষে বাতিল হলো ট্রাম্প-পুতিন বৈঠক

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর ২০১৮, ০৬:৫১
পুতিন, ট্রাম্প
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ছবি : দ্য নিউ ইয়র্ক টাইমস)

ইউক্রেনের ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছে ওয়াশিংটন। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া এক টুইট বার্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি অনলাইন।

প্রতিবেদনে বলা হয়, রুশ নৌবাহিনী কর্তৃক ইউক্রেনের ৬ নাবিকসহ তিনটি জাহাজ আটকের ঘটনার পর থেকেই পুতিনের সঙ্গে ট্রাম্পের নির্ধারিত বৈঠক বাতিলের হুমকি দিয়ে আসছিল ওয়াশিংটন। যদিও এতদিন তা ছিল শুধু মাত্র মৌখিক। তবে এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সেটা লিখিত ভাবে জানালেন।

আসন্ন জি-২০ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কোনো বৈঠক হবে না উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ওই ঘটনার পর রাশিয়া থেকে জাহাজগুলো এবং নাবিকদের এখনো ইউক্রেনে ফিরিয়ে দেওয়া হয়নি। এমন অবস্থায় রুশ প্রেসিডেন্টের সঙ্গে আমার পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করাটাই সব পক্ষের জন্য ভালো। তাই এখন আর পুতিনের সঙ্গে কোনো বৈঠক নয়।’ অথচ এর মাত্র কয়েক ঘণ্টা আগেই সাংবাদিকদের কাছে পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে আসন্ন জি-২০ সম্মেলনের নির্ধারিত কাজের ফাঁকে ট্রাম্প-পুতিন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

অন্যদিকে ইউক্রেনের ‘জাহাজ আটক’ প্রসঙ্গে পুতিনকেই দোষারোপ করছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মর্কেল। তিনি বলেন, ‘রাশিয়া কোনো কারণ ছাড়াই ইউক্রেনের ৩টি জাহাজ ও ৬ নাবিককে আটকে রেখেছে।’

উল্লেখ্য, গত রবিবার (২৫ নভেম্বর) অবৈধভাবে রাশিয়ার জলসীমায় প্রবেশের অভিযোগে ইউক্রেনের দুইটি গানবোট এবং একটি টাগবোট আটক করে রুশ নৌবাহিনী। সে সময় জাহাজে থাকা ৬ জন নাবিককেও আটক করে রাশিয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড