• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘রাজস্থান মিট’ নামে ভারতের বাজারে কুকুরের মাংস!

  আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর ২০১৮, ১০:৫৭
‘রাজস্থান মিট’
চেন্নাইয়ে ‘রাজস্থান মিট’ নামে জব্দকৃত কুকুরের মাংস। (ছবিসূত্র : ভাজু নিউজ)

‘রাজস্থান মিট’ নামে ভারতের বিভিন্ন রাজ্যে এতদিন বিক্রি করা হতো রাজস্থান থেকে আনা বিভিন্ন পশুর মাংস। আর এসব মাংসের বড় একটি চালান জব্দের পর টনক নড়েছে স্থানীয় প্রশাসনের। আসলে ‘রাজস্থান মিট’ নাম দিয়ে এতদিন জবাই করা কুকুরের মাংস বিক্রি হচ্ছিল। খবর ভাজু নিউজ।

ভাজু নিউজ এক প্রতিবেদনে বলছে, শনিবার (১৭ নভেম্বর) দেশটির চেন্নাইয়ে পুলিশের চেকপোস্টে দেখা যায়, একটি গাড়ির ভেতর পলিথিনের ব্যাগে করে নেওয়া হচ্ছে জবাইকৃত কিছু প্রাণী। বাহির থেকে দেখে মনে হচ্ছে এগুলো ছাগল কিংবা ভেড়ার মাংস। তবে তা আসলে ঠিক কী, এমনই সন্দেহ হয় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের।

সে সময় প্রায় ১১০০ কেজি মাংস নেওয়া হচ্ছিল। পরে পুলিশ সেই মাংসের প্যাকেট খোলার নির্দেশ দিলে দ্রুত এর বাহকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতেই পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। পরে সেই মাংসের ব্যাগ খুলে পরীক্ষা করে দেখা যায় সেগুলো আসলে অন্য কোনো প্রাণীর নয় বরং তা কুকুরের মাংস।

পরবর্তী সময়ে জানা যায়, জবাই করা সেই কুকুরের মাংসগুলো সে সময় বিভিন্ন হোটেলে সরবরাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

উল্লেখ্য, খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা পরে সেই মাংসগুলো আবারও পরীক্ষা করে দেখেন। সেখানেও এগুলো কুকুরের মাংস বলে প্রমাণিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড