• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অভিবাসী শিশুদের শিক্ষার সুযোগ দিতে জাতিসংঘের আহ্বান

  আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর ২০১৮, ০৮:৩৯
জাতিসংঘ
অভিবাসী শিশুদের শিক্ষা কার্যক্রমে যুক্ত করতে জাতিসংঘের আহ্বান। (ছবি : সম্পাদিত)

গোটা বিশ্বে অভিবাসী শিশুদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মূলত এ প্রেক্ষিতে জাতিসংঘ বিভিন্ন দেশকে তাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে এসব শিশুদের যুক্ত করার জন্য আহ্বান জানিয়েছে। খবর এএফপি।

ইউনেস্কো সাংস্কৃতিক সংস্থা মঙ্গলবার (২০ নভেম্বর) তাদের ২০১৯ সালের গ্লোবাল এডুকেশন মনিটরিং প্রতিবেদনে বলছে, ‘২০০০ সালের পর থেকে বিশ্বে অভিবাসী এবং শরণার্থী শিশুর সংখ্যা ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় এক কোটি ৮০ লাখে।'

প্রতিবেদনের বরাতে এএফপি আরও জানায়, অনেকটা বাধ্য হয়েই গৃহহীন হয়ে পড়া শরণার্থীদের মধ্যে প্রায় অর্ধেকের বয়স ১৮ বছরের নিচে। এসব অভিবাসন প্রত্যাশী শিশু বিশ্বের যেসব দেশেই আশ্রয় নিচ্ছে সে দেশগুলোর সরকার শিক্ষা ব্যবস্থায় তাদের এ সেবা গ্রহণের তেমন কোনো সুযোগ রাখেনি।

তাছাড়া যেসব দেশ এসব শিশুদের শিক্ষা কার্যক্রমের বাইরে রাখতে চায় না তাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন, এসব অভিবাসী শিশুদের নিজ নিজ ভাষা শিক্ষা দেওয়ার মতো সামর্থ্য সেই দেশগুলোর হয়তো থাকে না।

অন্যদিকে, ২০১৫ সালে কার্যকর করা জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের উন্মুক্ত নীতির অংশ হিসেবে শরণার্থী শিশুদের যথাযথভাবে শিক্ষা প্রদান করতে আর্থিকভাবে শক্তিশালী দেশ জার্মানির অন্তত ৪২ হাজারের বেশি নতুন শিক্ষক প্রয়োজন হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড