• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাম্প-ইমরান বাকযুদ্ধ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের

  অধিকার ডেস্ক    ২০ নভেম্বর ২০১৮, ১৯:৪৯

ইমরান-ট্রাম্প
ছবি : সংগৃহীত

জঙ্গিদের নির্ভয় আবাসভূমি হিসেবে স্বীকৃত দেশ পাকিস্তান সম্প্রতি দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার প্রেক্ষিতে এমন পদক্ষেপ নিয়েছে পাক সরকার। ‘রয়টার্স’

পাকিস্তানের ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স কে মঙ্গলবার ডেকে পাঠায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই অযাচিত যেসব অভিযোগ করা হয়েছে তার ঘোর প্রতিবাদ জানাতেই মার্কিন উপরাষ্ট্রদূত পল জোনস কে ডেকে পাঠিয়েছেন পররাষ্ট্র সচিব।’

ছবি : টুইটার

ডোনাল্ড ট্রাম্পের গত কয়েকদিনধরে দেশটিকে নিয়ে করা মন্তব্যে ক্ষুব্ধ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (১৯ অক্টোবর) ট্রাম্প ও ইমরান টুইটারে পরস্পরের প্রতি ক্ষোভ উগরে দিয়ে কটুক্তিও করেছেন। এতে যুক্তরাষ্ট্র- পাকিস্তান সম্পর্কে আরো অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার (১৮ অক্টোবর) ‘ফক্স নিউজ’কে দেয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ‘পাকিস্তান কিছুই করেনি’ অথচ পাকিস্তানকে শত শত কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তানই জঙ্গি গোষ্ঠী আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে লুকিয়ে থাকতে সহায়তা করেছিল। পাকিস্তান কিছুই না করায় যুক্তরাষ্ট্র আর তাদেরকে অর্থ দেবে না।

ছবি : টুইটার

ট্রাম্পের অভিযোগের তাৎক্ষনিক জবাব দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের যত ক্ষয়ক্ষতি হয়েছে তার তুলনায় যুক্তরাষ্ট্রের সাহায্য অতি নগন্য ছিল বলে অভিযোগ করেন তিনি। তাছাড়া, আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার জন্য পাকিস্তানকে বলির পাঁঠা বানানো উচিত না বলেও তিনি মন্তব্য করেন।

দুই রাষ্ট্রপ্রধান টুইটারে যুদ্ধে জড়িয়ে পড়েন, একে অন্যের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করেন। ট্রাম্প অভিযোগ করে বলেন, লাদেনের আরো আগেই ধরা পড়া উচিত ছিল, কিন্তু পাকিস্তান অর্থকড়ি নিয়েও যুক্তরাষ্ট্রকে লাদেনের অবস্থান জানায়নি। মঙ্গলবার মার্কিন দূতকে ডেকে ট্রাম্পের এ অভিযোগেরই কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্রসচিব তাহমিনা জানজুয়া ও ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স পল জোনস। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ মেনে নেওয়া যায়না মন্তব্য করে পাক পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ‘তারা যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দিতে চায় যে, পাকিস্তানের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই প্রাথমিকভাবে ওসামা বিন লাদেনের অবস্থান সনাক্ত করা সম্ভব হয়েছিল।’

পাকিস্তানের পররাষ্ট্রসচিব তাহমিনা জানজুয়া বিবৃতিতে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে কোনো দেশই পাকিস্তানের মত এত চড়া মূল্য দেয়নি। তাছাড়া, যুক্তরাষ্ট্রের নেতারাও অনেক ক্ষেত্রেই আল-কায়েদা নেতাদের পাকড়াও করা এবং সন্ত্রাসের হুমকি দূর করতে পাকিস্তানের সহযোগিতার কথা স্বীকার করেছেন। পাকিস্তানের সক্রিয় সহযোগিতার কারণেই বহু শীর্ষ আল কায়েদা নেতা নিহত হয়েছে কিংবা ধরা পড়েছে। যুক্তরাষ্ট্রের সেকথা ভুলে গেলে চলবে না বলে মন্তব্য করেন তিনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড