• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জম্মু-কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানে সেনা সদস্যসহ নিহত ৫

  আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০১৮, ১০:২৮
কাশ্মীরে সেনা অভিযান
জম্মু-কাশ্মীরে সন্ত্রাস বিরোধী সেনা অভিযান। (ছবিসূত্র : দ্য হিন্দুস্তান ৩৬০)

ভারতের উত্তরাঞ্চলের জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন জঙ্গি সংগঠনের অন্তত চার জন সদস্য। এ ঘটনায় এক সেনা সদস্য নিহতসহ আরও কমপক্ষে তিন জন সদস্য আহত হয়েছেন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য এনডিটিভি।

নিরাপত্তা বাহিনীর বরাতে প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকালে রাজ্যটির শ্রীনগর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে শোপিয়ান জেলায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

এ দিকে শ্রীনগরের প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলছেন, ‘শোপিয়ান নাদি গাম এলাকায় চালানো সেই অভিযানে অন্তত চার জন সন্ত্রাসী প্রাণ হারায়।’

অন্যদিকে দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার দিন এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। ঘটনাস্থলে এখনও আরও সন্ত্রাসী সদস্য লুকিয়ে আছে কি না, তা তদন্ত করে দেখছে নিরাপত্তা বাহিনী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড