• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর ২০১৮, ১২:১৭
উত্তাল ফ্রান্স
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ফ্রান্স। (ছবি : দ্য কেএফগো)

ফ্রান্সে জ্বালানি তেলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে এ বিক্ষোভে অংশ নিয়েছে প্রায় আড়াই লাখের বেশি জনগণ। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন একজন। তাছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২ শতাধিক লোক। যাদের মধ্যে ৭ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি।

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে করা বিক্ষোভের বিষয়ে প্রকাশিত সেই প্রতিবেদনে বিবিসি জানায়, দেশটিতে তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেছে সেখানকার নাগরিকরা। এতে সারাদেশ থেকে আসা প্রায় তিন লাখ জনগণ অংশ নিয়েছে। এখন পর্যন্ত দেশটির সরকার অন্তত ৫২ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে বিবিসি জানায়, শনিবার (১৭ নভেম্বর) আন্দোলনের সময় গাড়িচাপায় একজন নারী বিক্ষোভকারী প্রাণ হারান।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশটিতে জ্বালানি কর বৃদ্ধি করেন। মূলত এর পর থেকেই ক্ষুব্ধ নাগরিকরা তৃণমূল পর্যায় থেকে এ আন্দোলন শুরু করেন। বিক্ষোভকারীরা দেশের প্রধান প্রধান সড়ক পথগুলো অবরোধ করেন এবং তেলের ডিপোতে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।

বিশ্ববাজারে তেলের মূল্য কমতে থাকলেও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার সেখানে একটি প্রচারাভিযানের অংশ হিসেবে তেলের ওপর আলাদাভাবে হাইড্রো কার্বন ট্যাক্স বসিয়েছেন। মূলত এর পরেই বিক্ষোভে ফেটে পড়ে দেশটির সর্বস্তরের জনগণ। যদিও এ বিক্ষোভের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

উল্লেখ, গত ১২ মাসে দেশটিতে ডিজেলের দাম প্রায় ২৩ শতাংশ বৃদ্ধি করা হয়। ফ্রান্সে এখনো অনেক গাড়িতে ডিজেল ব্যবহার করা হয়ে থাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড