• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় শিশুসহ নিহত ৪৩

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর ২০১৮, ০৯:৫২
সিরিয়ায় বিমান হামলা
সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলা। (ছবিসূত্র : আল-এরাবিয়া)

সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর মার্কিন নেতৃত্বাধীন জোটের করা বিমান হামলার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৪৩ জন। এক প্রতিবেদনে ভারতের অল ইন্ডিয়া রেডিও এ হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে অল ইন্ডিয়া রেডিও জানায়, ইরাক সীমান্তের কাছে দেইর আজ যোর প্রদেশের আবু হোসেন গ্রামে বসবাসরত অন্তত ৩৬ জন আই এস জঙ্গি সদস্য এ ঘটনায় প্রাণ হারিয়েছেন। তবে সে সময় নিহত অপর সাতজনকে এখনও বেসামরিক নাগরিক বা আইএস জঙ্গি হিসেবে চিহ্নিত করা যায়নি।

ব্রিটেনের সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মুখপাত্র রামি আব্দেল রহমান বলছেন, ‘আবু হোসেন গ্রামে বিমান হামলায় প্রায় তিন ডজন ইসলামিক স্টেট জঙ্গি নিহত হয়েছেন। সে সময় শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ও জঙ্গিদের পরিবারের সদস্যও নিহত হয়েছেন।’

এর আগে চলতি সপ্তাহের শুরুতে মার্কিন জোটের মুখপাত্র সান রায়ান এক সংবাদ সংস্থাকে বলেন, ‘সুনির্দিষ্ট সামরিক অভিযানের সঙ্গে বৈধ ধর্মঘট পালনের মাধ্যমে দেশটির বেসামরিকদের রক্ষা করাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড