• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানে বয়লার বিস্ফোরণ : ৬ কর্মীর প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর ২০১৮, ০৬:৫৪
পাকিস্তান
পাকিস্তানে বয়লার বিস্ফোরণ। (ছবিসূত্র : দ্য ডন)

পাকিস্তানের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী করাচিতে গত বুধবার (১৪ নভেম্বর) বয়লার বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন। পরদিন বৃহস্পতিবার (১৫ নভেম্বর) হাসপাতাল কর্মকর্তা ও স্থানীয় পুলিশের বরাতে এক প্রতিবেদনে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম দ্য ডন।

হাসপাতাল কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, হতাহতদের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। মারাত্মকভাবে দগ্ধ হওয়ার কারণে চিকিৎসা চলাকালে তারা প্রাণ হারান। আগুনে মারাত্মকভাবে দগ্ধ অপর এক কর্মীকে নগরীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কক্ষে রাখা হয়েছে।

এদিকে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, করাচির লান্ধি মঞ্জিলের কাছে হোন্ডা এটলাসের মালিকানাধীন একটি কারখানায় এ বয়লারের বিস্ফোরণের ঘটনা ঘটে।

উল্লেখ্য, সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড