• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মায়ের কোল থেকে ১২ দিনের শিশুকে ছিনিয়ে নিয়ে হত্যা করল বানর!

  অধিকার ডেস্ক    ১৫ নভেম্বর ২০১৮, ২১:২০

শিশুকে হত্যা করল বানর
ছবি : সংগৃহীত

ভারতের আগ্রায় মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ১২ দিনের শিশুকে হত্যা করেছে একটি বানর। ভারতের উত্তরাঞ্চলীয় আগ্রার একটি শহরে নবজাতক শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন তার মা। এসময় বাড়িতে একটি বানর প্রবেশ করে এবং ওই শিশুকে ছিনিয়ে নিয়ে যায়। ‘বিবিসি নিউজ’

মায়ের কোল থেকে বাচ্চাটিকে ছিনিয়ে নেয়ায় আশেপাশের লোকজন মিলে বানরটিকে ধাওয়া করে, ফলে নবজাতক শিশুকে অন্য একটি বাড়ির ছাদে ফেলে যায়। বানরটি শিশুটিকে কামড়ানোর ফলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওই এলাকায় কয়েকদিন ধরে বানরের উৎপাত খুব বেড়ে গেছে। তারা কোনওভাবেই এটা নিয়ন্ত্রণ করতে পারছেন না বলে স্থানীয়রা জানায়। বানরগুলো লোকালয়ে খাদ্যান্বেষণে আসলেও স্থানীয় লোকদের ওপর প্রায়ই চড়াও হয়ে হামলা চালায় বলে তারা অভিযোগ করেন।

১২ দিনের নবজাতকের এমন মৃত্যু সম্পর্কে শিশুর চাচা ধীরেন্দ্র কুমার বলেন, ‘বানরের এই কাজটি একেবারেই নিকৃষ্ট হয়েছে। পরিবারের সবাই খুব কষ্টে আছে। এই অঞ্চলে অনেক বেশি বানর। আমরা ভয়ে থাকি। প্রশাসনকে বার বার বলার পরও তারা কোনও পদক্ষেপ নেয়নি। শিশুটির মা এতো কষ্ট পেয়েছে যে এখন কথাই বলতে পারছে না।’

নবজাতকের দাদি পুষ্প দেবী। ছবি : সংগৃহীত

নবজাতকের দাদি পুষ্প দেবী জানান, তারা এই শোক কখনোই কাটিয়ে উঠতে পারবেন না। তিনি বলেন, ‘আমি দাদুভাইকে হারিয়েছি। বানর আক্রমণ করার কিছুক্ষণ আগেও সে আমার কোলে ছিল। মানুষ এটা নিয়ে কয়েকদিন কথা বলবে তারপর ভুলে যাবে। কিন্তু সে আমাদের ছেড়ে চলে গেছে এই বাস্তবতা নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে।’

পার্শ্ববর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বার্তা সংস্থা ‘রয়টার্স’কে বলেন, ‘শিশুটি মারাত্মকভাবে থেতলে গিয়েছিল। বানরটি শিশুটির মাথা কামড়ে ধরে রেখেছিল যতক্ষণ পর্যন্ত স্থানীয়রা লাঠি নিয়ে ধাওয়া করে এবং পাথর নিক্ষেপ করে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড