• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

যা থাকছে উবারের নতুন নীতিমালায়

  আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর ২০১৮, ০৯:৫৯
উবারের নতুন নীতিমালা
(ছবি : প্রতীকী)

যাত্রীদের ছবি প্রকাশের পুরোপুরি নিষেধাজ্ঞা রেখে নতুন নীতিমালা জারি করেছে আন্তর্জাতিক মোবাইল অ্যাপ ভিত্তিক যাত্রী সেবা প্রতিষ্ঠান উবার। যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস অঞ্চলে বেশ কিছু যাত্রীর ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার পরই এমন সিদ্ধান্ত গ্রহণ করল আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাপ্ত এই রাইড শেয়ারিং অ্যাপটি। খবর এপি।

এ বিষয়ে এপি’র এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ দিকে নীতিমালাটি চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে উবারের এক মুখপাত্র বলেন, ‘চালকদের ভিডিও ক্যামেরা এবং ড্যাশ ক্যামেরার পাশাপাশি অন্য সব রেকর্ডার ব্যবহার করার অনুমতি থাকবে। তবে তা প্রকাশের অনুমতি সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।’

অ্যাপ ভিত্তিক যাত্রী সেবা প্রতিষ্ঠানটির সেই কর্মকর্তা আরও বলেন, ‘কোনো যাত্রীর ছবি, ভিডিও বা অডিও রেকর্ডিং প্রকাশ করা সম্পূর্ণ নীতি বহির্ভূত কাজ। তাছাড়া এর ফলে আমরা অসংখ্য ব্যবহারকারীকে হারাতে পারি।’

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ নভেম্বর প্রথম বারের মতো বাংলাদেশে অ্যাপভিত্তিক পরিবহন সেবা চালু করে উবার। আর এর কিছু দিনের মাথায় তা বেশ জনপ্রিয় হয়ে ওঠে ঢাকার জনমানুষের মধ্যে।

শহরটিতে উবার প্রথমে প্রাইভেট কার ভিত্তিক সেবা নিয়ে আসলেও পরবর্তীতে এর সঙ্গে মোটরসাইকেল সেবাকেও যুক্ত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড