• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাণ্ডবে ৯ জনের প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর ২০১৮, ০৯:১২
ক্যালিফোর্নিয়ায় দাবানল
ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাণ্ডব। (ছবিসূত্র : হলিউড রিপোর্টার)

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া দুটি দাবানলের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯ জন। শুক্রবার (৯ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া এ দাবানলের তাণ্ডবে এখন পর্যন্ত গৃহহীন হয়েছেন প্রায় দেড় লক্ষাধিক মানুষ। উদ্ধার কর্মকর্তারা এ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসি।

এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলসের পশ্চিমাঞ্চলের প্রধান মহাসড়ক ও উপকূলীয় অঞ্চলে এ দাবানলটি আঘাত হানে।

আর যার ফলে স্থানীয় শহর মালিবুর অসংখ্য বাড়িঘর ইতোমধ্যে আগুনে পুড়ে গেছে। তাছাড়া অঙ্গরাজ্যটির রাজধানী স্যাক্রামেন্টোতে একটি গাড়ি থেকে পুড়ে যাওয়া পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধার কর্মীরা।

উল্লেখ্য, এই দুটি দাবানল খুব দ্রুতই আশপাশের সব এলাকাগুলোর মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। শুক্রবার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাতে লস অ্যাঞ্জেলসের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মহাসড়কসহ এ দাবানলটি আশপাশের প্রায় ১৪ হাজার একর এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে। যা সামনে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে ধারণা করছে উদ্ধার কর্মীদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড