• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে স্কুলের পাঠ্যক্রমে সমকামীদের অধিকার

  অধিকার ডেস্ক    ০৯ নভেম্বর ২০১৮, ২০:০৫

সমাকামী অধিকার
সমকামীদের অধিকার প্রতিষ্ঠায় ও সমাকামিতা নিয়ে কুসংস্কার ভাঙতে স্কটল্যান্ডের স্কুল শিক্ষা কার্যক্রমে যুক্ত হলো সমকামিতার অধিকার শিক্ষা। ছবি : দা হুক

বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে ইউরোপের অন্যতম ধনী ও উন্নত রাষ্ট্র স্কটল্যান্ডের স্কুল পর্যায়ের শিক্ষা কার্যক্রমে গে,লেসবিয়ান,ইটারসেক্স, ট্রান্সজেন্ডার ও বাইসেক্সুয়ালের অধিকার সম্পর্কিত শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করল। ‘দা গার্ডিয়ান’

দেশটির সমকালীন শিক্ষা (টিআইই) কার্যক্রমের অংশ হিসেবে এর ওপর কাজ করা একটি কর্মরত গ্রুপের সুপারিশগুলো সম্পূর্ণরূপে মন্ত্রীদের কাছ থেকে গৃহীত হওয়ার পরে সেই তথ্য জানায়। এলজিবিটিআই সাম্যতা ও আন্দোলনের ইতিহাস সম্পর্কে ছাত্রদের শিক্ষা দিতে হবে, পাশাপাশি হোমোফোবিয়া এবং ট্রান্সফোবিয়া মোকাবেলা করা এবং এলজিবিটিআই পরিচয় অন্বেষণ করতে এই উদ্যোগ।

টিআইইয়ের সহপ্রতিষ্ঠাতা জর্দান ডালি বলেন, "ধ্বংসাত্মক উত্তরাধিকার" এর ধারা ২৮ শেষ হয়ে গেছে। ১৯৮৮ সালে এই আইনটি প্রবর্তিত হয়, যুক্তরাজ্যে সমকামী কর্তৃপক্ষকে সমকামীতার "প্রচার" নিষিদ্ধ করে, এই আইনটি অবশেষে ২০০১ সালে স্কটল্যান্ড এবং দুই বছর পরে যুক্তরাজ্যের বাকি অংশে বাতিল হয়।

ডালি বলেন, ‘এটি আমাদের প্রচারণার জন্য এক বিশাল বিজয় এবং আমাদের দেশের ঐতিহাসিক মুহূর্ত। বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে সব রাজ্যের স্কুল জুড়ে এলজিবিটিআই সমাধিকার বাস্তবায়ন শিক্ষা কার্যক্রমে যুক্ত করল। বিশ্বব্যাপী অনিশ্চয়তার সময়, এটি এলজিবিটিআই তরুণদের একটি শক্তিশালী এবং স্পষ্ট বার্তা পাঠায় যে তারা এখানে, স্কটল্যান্ডে মূল্যবান।’

টিআইই এর গবেষণায় দেখা গেছে যে, ১০ এলজিবিটিআই স্কটিশের মধ্যে ৯ জনই স্কুলে সমকামিতার শিকার হয় এবং এর মধ্যে ২৭ শতাংশ অভিযোগ করেছে যে, তারা ধর্ষিত হবার পর আত্মহত্যার চেষ্টা করেছিল। এছাড়াও তদন্তে বের হয়ে আসে যে, লিঙ্গ বৈশিষ্ট্য এবং উভলিঙ্গতার বৈচিত্র্য নিয়ে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত কুসংস্কার স্কুলপর্যায়েই প্রতিষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড