• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুতিদের ৩৬টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আমেরিকা-বৃটেনের

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪২
আমেরিকা এবং বৃটেন

আমেরিকা এবং বৃটেন যৌথভাবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের অন্তত ৩৬টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। শনিবার হুতিদের গোপন ডেরা চিহ্নিত করে আকাশপথে হামলা চালিয়েছে তারা।

আমেরিকা এবং বৃটেন যৌথভাবে একটি বিবৃতি দিয়ে হুতি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বর্ষণের কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের ১৩টি এলাকায় ৩৬টি হুতি ঘাঁটিতে আমরা হামলা চালিয়েছি। লোহিত সাগরীয় এলাকায় আন্তর্জাতিক এবং বাণিজ্যিক জাহাজে হুথিদের অনবরত হামলার জবাবে এটা আমাদের প্রত্যাঘাত।

আরও বলা হয়েছে, বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করা, নিষ্পাপ প্রাণ হত্যা করার যে যজ্ঞ হুথিরা শুরু করেছে, তা ছন্নছাড়া করতেই এই হামলা।

হুতিদের উপর ক্ষেপণাস্ত্র হামলায় অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ডকে পাশে পেয়েছে আমেরিকা, বৃটেন। হামলায় তাদের সাহায্য করেছে। ইয়েমেনের মাটিতে যে সমস্ত গোপন ডেরায় হুতিরা তাদের অস্ত্রশস্ত্র সরবরাহ করে, সেখানে হামলা চালানো হয়েছে বলে দাবি আমেরিকা, ব্রিটেনের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড