• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানে আবার ভূমিকম্প

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর ২০২৩, ১৪:১০
ভূমিকম্প

ভূমিকম্পে আবার কাঁপল আফগানিস্তান। রবিবার সকালে পশ্চিম আফগানিস্তানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে তীব্রতা ৬.৩।

সকাল ৯টা ৬ মিনিটে কম্পন অনুভূত হয়। এ কথা জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, হেরাট শহরে কম্পন অনুভূত হয়েছে। এই হেরাটেই গত শনিবার তীব্র ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছে।

গত শনিবার পর পর বেশ কয়েকটি বড় মাপের ভূমিকম্পে আফগানিস্তানের হেরাটে অন্তত তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে আরও দু’হাজার জন। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। রিখটার স্কেলেও ধরা পড়েছে, মোট আটটি ‘আফটার শক’ বা ভূমিকম্প পরবর্তী কম্পন হয়েছে ওই এলাকায়। রিখটার স্কেলে ‘আফটার শক’গুলির কম্পন-মাত্রা ছিল ৪.৬ থেকে ৫.৫।

সেই প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহতা কাটিয়ে ওঠার আগেই গত বুধবার আবার কেঁপে ওঠে আফগানিস্তান। ওই দিন সকাল ৫টা ১১ মিনিটে আবার পশ্চিম আফগানিস্তানের হেরাট প্রদেশের সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৩।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড