আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার করেছে পুলিশ।
২৩ সেপটেম্বর শনিবার কোটা ভারু গুয়া মুসাং জেলা পুলিশ সদর দফতরের সামনে অপ ক্যান্টাস চলাকালীন সময়ে একটি এক্সপ্রেস বাস থেকে আট ভারতীয় নাগরিক এবং চার বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ।
১২ অভিবাসী এক্সপ্রেস বাসে রাজধানী কুয়ালালামপুর থেকে কোটা ভারু যাওয়ার পথে শনিবার দুপুর একটায় গুয়া মুসাং জেলা পুলিশ সদর দফতরের সামনে অপ ক্যান্টাস (অভিযান) চলাকালীন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গুয়া মুসাংয়ের পুলিশ প্রধান সুপ্ত সিক চুন ফু এক বিবৃতিতে বলেছেন, “বাসের যাত্রীদের স্ক্রিনিং করার সময়, আট ভারতীয় নাগরিক এবং চার বাংলাদেশি কোনও শনাক্তকরণ বা বৈধ ভ্রমণ নথি দেখাতে ব্যর্থ হয়।
গ্রেপ্তারকৃত ১২ জনকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এর অধীনে তদন্তের জন্য গুয়া মুসাং পুলিশ সদর দফতরে নিয়ে রাখা হয়েছে।
এর আগে কেলান্তান থেকে একটি এক্সপ্রেস বাসে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে, ২০ বাংলাদেশিসহ ৩৬ বিদেশিকে গ্রেপ্তার করে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড