আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনকে আগামী সপ্তাহে এম ১ আব্রামস ট্যাংক দিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন বাইডেন। খবর রয়টার্সের।
যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো বিপুল সামরিক সহায়তা দিয়ে আসছে ইউক্রেনকে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর জেলনস্কির এটি ২য় বারের মতো যুক্তরাষ্ট্র সফর।
বাইডেন বলেন, ‘আরও ৩২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছি। ইউক্রেনের জন্য নতুন সহায়তা সমর্থন করার অন্য কোনো বিকল্প নেই।’
নতুন সহায়তার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চারের গোলাবারুদ, ট্যাংক-বিধ্বংসী অস্ত্র, আর্টিলারি রাউন্ড এবং ক্লাস্টার যুদ্ধাস্ত্র।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড