• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

পশ্চিমবঙ্গে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৭ জনের মৃত্যু আশংকা

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ আগস্ট ২০২৩, ১৪:৩৭
পশ্চিমবঙ্গ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, মৃত্যুর আশঙ্কা কমপক্ষে ৬-৭ জনের। কারখানাটি সম্পূর্ণ বেআইনি ভাবে চলত বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ দত্তপুকুরের বাজি কারখানাটিতে বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, কারখানা নিয়ে প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হতেন অনেকে। বিস্ফোরণের জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

বারাসত পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায় ঘটনাস্থলে রয়েছেন। পুলিশের তরফে দুপুর ১টা পর্যন্ত চার জনের মৃতের খবর নিশ্চিত করা হয়েছে। যদিও মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করছেন স্থানীয়রা। পুলিশ সুপার ভাস্কর বলেন, এখনই সব কিছু বলা সম্ভব নয়। পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে দিয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড