• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীরে ভারতীয় ৫ সেনাসদস্য নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ মে ২০২৩, ১৮:৪৩
কাশ্মীর

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সংঘর্ষ চলাকালীন বিস্ফোরণে মারা গেছে ৫ ভারতীয় সেনাসদস্য। পুঞ্চে হামলায় জড়িত সন্দেহভাজনদের ধরতে যৌথ অভিযান চলছে। মোট ১২টি এলাকায় চলছে অপারেশন। শুক্রবার, রাজৌরির কান্দির জঙ্গলে হামলাকারীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৭টার দিকে অভিযান শুরু হয়েছিল।

একটি গুহায় লুকিয়ে ছিল হামলাকারীরা। যৌথ বাহিনী ওই জায়গায় যাওয়ার পরেই তারা একটি বিস্ফোরক ডিভাইস ছুড়ে দেয়। ঘটনাস্থলেই ২ সেনার মৃত্যু হয়। কয়েকজন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরে আরও ৩ সেনার মৃত্যু হয়।

পাথুরে এবং খাড়া পাহাড়ের সঙ্গে ঘন জঙ্গলে একদল হামলাকারী আটকা পড়েছে বলে খবর। ভারতীয় সেনার অভিযান এখনও চলছে।

বৃহস্পতিবার বারামুল্লা জেলায় এনকাউন্টারে দুইজন নিহত হয়। পুলিশ জানিয়েছে, একটি একে ৪৭ রাইফেল এবং একটি পিস্তলসহ অপরাধমূলক সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পুলিশের মতে, নিহত দুই জন স্থানীয় এবং তারা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন এলইটি-র সদস্য। তাদের নাম শাকির মজিদ নাজার এবং হানান আহমেদ সেহ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড