• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

২ হাজারের অধিক বন্দিকে মুক্তি দিয়েছে জান্তা সরকার

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ মে ২০২৩, ১২:৩৯
মিয়ানমার

মিয়ানমারের জান্তা বুধবার একটি আইনের অধীনে কারাগারে বন্দী ২০০০ জনেরও বেশি বন্দিকে ক্ষমা করেছে।

সামরিক জান্তা এক বিবৃতিতে বলেছে, বৌদ্ধ উৎসব কাসোনে পূর্ণিমা দিবস উপলক্ষে দণ্ডবিধি ৫০৫ (এ) এর অধীনে সাজা ভোগ করা ২১৫৩ বন্দীকে ক্ষমা করেছে।

আইনটিতে সর্বোচ্চ তিন বছরের কারাবাসের বিধান আছে।

বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনী "মানুষের শান্তিপূর্ণ মনের জন্য এবং মানবিক কারণে" ক্ষমার আদেশ দিয়েছে। তবে যারা পুনরায় অপরাধ করবে তাদের অতিরিক্ত জরিমানাসহ তাদের বাকি সাজা ভোগ করতে হবে।

একটি স্থানীয় পর্যবেক্ষক গোষ্ঠীর মতে, সামরিক বাহিনী অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করার এবং দেশকে অশান্তিতে নিমজ্জিত করার পর থেকে ২১ হাজার জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে অন্তত ১৭০ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটি সাধারণত জাতীয় ছুটির দিন বা বৌদ্ধ উৎসব উপলক্ষে হাজার হাজার বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড