• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুরআন ছুঁয়ে শপথ নিলেন যুক্তরাষ্ট্রের প্রথম হিজাবি বিচারক

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি

৩০ মার্চ ২০২৩, ১৩:০০
কুরআন ছুঁয়ে শপথ নিলেন যুক্তরাষ্ট্রের প্রথম হিজাবি বিচারক
পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম হিজাবি বিচারক নাদিয়া কাহাফ (ছবি : অধিকার)

যুক্তরাষ্ট্রে প্রথম হিজাবি মুসলিম বিচারক হিসেবে পবিত্র কুরআনে হাত রেখে শপথগ্রহণ করেছেন নাদিয়া কাহাফ। তিনি এখন থেকে নিউজার্সির প্যাসাইক কাউন্টিতে নিজের দায়িত্ব পালন করবেন। গত ২৩ মার্চ নাদিয়া কাহাফের এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নাদিয়া কাহাফ একজন সিরিয়ান বংশোদ্ভূত পারিবারিক আইন এবং ওয়েন শহরের অভিবাসন বিশেষজ্ঞ।

স্থানীয় মিডিয়ার প্রতিবেদন অনুসারে, নিউজার্সির গভর্নর ফিল মারফি এক বছর আগে তাকে বিচারক হিসেবে মনোনীত করেন। তিনি প্যাসাইক কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক হিসেবে কাজ করবেন। যদিও কাহাফ বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী নন, তবে তিনিই প্রথম হিজাব পরিহিত অবস্থায় বেঞ্চে বসবেন।

২০০৩ সাল থেকে তিনি আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের নিউ জার্সির বোর্ডে বসেছেন। এটি মার্কিন মুসলিমদের নাগরিক অধিকার সংস্থা, যেখানে কাহাফ এখন চেয়ারওম্যান হিসেবে কাজ করছেন।

এছাড়াও তিনি ক্লিফটন শহরে অবস্থিত একটি অলাভজনক সংস্থা ওয়াফা হাউসের আইনি উপদেষ্টা ও ইসলামিক সেন্টার অব প্যাসাইক কাউন্টির চেয়ারওম্যান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড