• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেতা-কর্মীদের বিক্ষোভ ডিঙিয়ে গ্রেফতার করতে পারল না ইমরানকে

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৪
পুলিশ

বারবার আদালতের ইমরান খানকে হাজিরা দিতে বলা হলেও এখনও পর্যন্ত তিনি উপস্থিত হননি। তার আইনজীবীরা ইমরানের শারীরিক পরিস্থিতির কথা বললেও বিচারপতিরা আর তাকে সময় দিতে চাইছেন না। গ্রেপ্তার হতে পারেন এই পাক প্রাক্তন প্রধানমন্ত্রী। এ কারণে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় ইমরানের বাড়ির সামনে। কিন্তু একইসাথে সেখানে হাজির হয়ে যান তার দল তেহরিক-ই-ইনসাফের কর্মী-সমর্থকরা। তৈরি করে ফেলেন ব্যারিকেড।

ইমরানের দোষ, পাকিস্তানের নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইমরানকে আগামী ৫ বছরের জন্য নির্বাচনে লড়তে না দেওয়ার বিরুদ্ধেই তার প্রতিবাদ। তিনি ও তার দলীয় কর্মীদের এই অভিযানের পর থেকেই তৈরি হয়েছে ইমরানের গ্রেপ্তারির সম্ভাবনা।

কিন্তু ইমরানের উপরে হওয়া হামলার পর থেকে বিশ্রামে রয়েছেন তিনি। তার আইনজীবীদের দাবি, এখনও সম্পূর্ণ সুস্থ নন ইমরান। কিন্তু আদালত তাকে আর সময় দিতে রাজি নয়। এই পরিস্থিতিতে কার্যতই নাটকীয় পরিস্থিতি তৈরি হয় লাহোরে ইমরানের বাড়ির সামনে।

রাতভর পিটিআইয়ের কর্মী-সমর্থকদের দল বেঁধে স্লোগান দিতে দেখা গেছে। কয়েক হাজার মানুষ ব্যারিকেড তৈরি করে কার্যত আগলে রাখলেন তাদের প্রিয় নেতাকে। ফলে পুলিশ দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেও ব্যর্থ হয়। গ্রেপ্তার করতে পারেনি ইমরানকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড