আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে শেষ ২৪ ঘণ্টায় ৮৭৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক লাখ ২৫ হাজার ৫৭২ জন।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১১টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনার থাবায় মৃতের মোট সংখ্যা বেড়ে ৬৭ লাখ ৮৫ হাজার ৮৯৫ জনে দাঁড়িয়েছে। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে এ পর্যন্ত মহামারি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৭ কোটি ৮০ লাখ ৮৩ হাজার ৭৮৭ জনে পৌঁছেছে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৫ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ৯৩২ জন।
এ দিকে করোনার থাবায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ৪২৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে ২১১ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৮৭৭ জনে দাঁড়িয়েছে। আর মৃতের সংখ্যা ১১ লাখ ৪১ হাজার ২২০ জনে পৌঁছেছে।
নির্ধারিত এই সময়ের মধ্যে পূর্ব এশিয়ার দেশ জাপানে মৃত্যু হয়েছে ২১৩ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৮ হাজার ৭৭২ জনের।
এছাড়া ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে গেল এক দিনে মারা গেছেন ১৩২ জন, আর তাইওয়ানে ৬৫ জন, ফ্রান্সে ৩৫ জন, রাশিয়ায় ৩৬ জন এবং হাংগেরিতে ৩১ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
সূত্র : ওয়ার্ল্ডো মিটারস
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড