আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বব্যাপী গত কয়েকদিন যাবত নিম্নমুখী ছিল মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। টানা তিনদিন বিশ্বজুড়ে দৈনিক এক লাখেরও কম মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। যদিও গত ২৪ ঘণ্টায় হঠাৎ করে আবারও বেড়েছে সংক্রমণ। এছাড়া বেড়েছে মৃত্যুও।
আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনার থাবায় আক্রান্ত হয়েছেন এক লাখ চার হাজার ৬৪৯ জন। একই সময়ে মারা গেছেন ৬৮৩ জন।
এর আগের শেষ ২৪ ঘণ্টায় করোনার থাবায় আক্রান্ত হয়েছিলেন ৭৬ হাজার ৩৯৪ জন। আর মৃত্যু হয়েছিল ৩৬৯ জনের।
গেল কয়েকদিন ধরে বিশ্বজুড়ে করোনার থাবায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছিলেন পূর্ব এশিয়ার দেশ জাপানের মানুষ। যদিও এখন দেশটিতে সংক্রমণের সংখ্যা কমেছে। সারা বিশ্বে গত এক দিনে শ্বাসতন্ত্রের এ সংক্রামক ভাইরাসে সবচেয়ে বেশি ২১ হাজার ৬৩২ জন আক্রান্ত হয়েছেন ইউরোপীয় দেশ জার্মানিতে। আর দ্বিতীয় সর্বোচ্চ ২০ হাজার ৬৬২ জন সংক্রমিত হয়েছেন ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ১২ হাজার ৬৮৪ জন আক্রান্ত হয়েছেন তাইওয়ানে। অপর দিকে জাপানে গত ২৪ ঘণ্টার ১০ হাজারেরও কম মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের মতো সর্বোচ্চ মৃত্যুও হয়েছে জার্মানিতে। একই সময়ের মধ্যে দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন ১১২ জন। সংক্রমণ কমলেও মৃত্যুর দিকে দিয়ে অবশ্য দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৩ জন। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ৮৮ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে।
এ দিকে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৭ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার ৯৮৩ জনে দাঁড়িয়েছে। অপর দিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৭ লাখ ৮৩ হাজার ৫৯৫ জনে পৌঁছেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
সূত্র : ওয়ার্ল্ডো মিটারস
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড