• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪২
তুরস্ক এবং সিরিয়া

দিন দিন বেড়েই চলছে তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত ৩৭ হাজার ছাড়িয়েছে।

তুরস্কে বর্তমানে তাপমাত্রা হিমাঙ্কের ৬ ডিগ্রি নীচে। এই প্রবল ঠান্ডায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে বারবার। এদিকে সময়ের সাথে সাথে ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের সম্ভাবনাও।

তবে অবশ্য হাল ছাড়েনি উদ্ধারকারীরা। পুলিশ কুকুর এবং থার্মাল ক্যামেরা নিয়ে তারা তুরস্ক এবং সিরিয়ার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন প্রাণের সন্ধানে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্ক। শুধু এই দেশেই ভূমিকম্পে মারা গেছে ৩১ হাজার ৬৪৩ জন। এ ছাড়া, সিরিয়ায় মৃতের সংখ্যা ৫ হাজার ৭১৪।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, উদ্ধারকাজের চেয়ে এ বার আশ্রয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রশাসনিক কর্মকর্তারা। দুর্গতদের আশ্রয়ের বন্দোবস্ত করা হচ্ছে। সেই সঙ্গে খাবার এবং পরিচর্যার দায়িত্বও নিচ্ছে প্রশাসন।

একটি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিসংখ্যান বলছে, তুরস্কে এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লক্ষ কোটি টাকা। দেশের অন্তত ১০টি শহরে প্রায় ৪২ হাজার বাড়ি হয় সম্পূর্ণ ভেঙে পড়েছে বা অবিলম্বে ভাঙা দরকার।

৬ ফেব্রুয়ারি সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। এর পরে আফটার শকে আরও অন্তত ১০০ বার কেঁপেছে দুই দেশের মাটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড